আজকাল ওয়েবডেস্ক: গড়ফায় মহিলার রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে জানা গেছে গড়ফা থানার অন্তর্গত ২/৭ শহিদ নগর এলাকার একটি ফ্ল্যাট থেকে বছর ৩৫ এর এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে আটক করেছে পুলিশ। মৃত মহিলার পরিবারের দাবি, এটা খুন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যে যুবককে আটক করা হয়েছে, সে মৃত মহিলার পূর্ব পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবক বিকাশ দত্তর সঙ্গে ওই মহিলা লিভ ইন সম্পর্কে ছিলেন। গত প্রায় এক বছর ধরে দু’জনে একসঙ্গে থাকতেন বলে স্থানীয়দের দাবি। আরও দাবি, দু’জনের অতিরিক্ত মদ্যপান করতেন। এদিকে পুলিশ ওই মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করেছে।
জানা গেছে, শুক্রবার সন্ধেয় বন্ধুর বাড়িতে পার্টি ছিল। ওই পার্টিতেই গিয়েছিলেন ওই মহিলা। সঙ্গে ছিল তাঁর বোনও। জানা গিয়েছে, পার্টিতে আকণ্ঠ মদ্যপান করেছিলেন ওই মহিলা। রাত ১২টা নাগাদ সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আচমকাই বেসামাল হয়ে পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করে।
এখানেই উঠেছে প্রশ্ন। যদি বেসামাল হয়ে পড়ে গিয়েই মৃত্যু হয়, তাহলে অর্ধনগ্ন দেহ কেন উদ্ধার হল। পুলিশ সবদিক খতিয়ে দেখছে।
