আজকাল ওয়েবডেস্ক: স্বামী–স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল পশ্চিম বর্ধমানের অন্ডালে। শুক্রবার সকালে অন্ডাল থানার উখড়া শ্যামসুন্দরপুর কোলিয়ারি ভুয়াপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা নীলকণ্ঠ বাউড়ি (৪৭) ও তাঁর স্ত্রী লিলি বাউড়ি (৩৮)–র দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। দম্পতির ছেলেই ঘরের দরজা খুলে প্রথম মা–বাবার ঝুলন্ত দেহ দেখতে পায়। অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন ওই দম্পতির মধ্যে প্রতিদিন অশান্তি হত। জানা গেছে দম্পতির এক কন্যাসন্তানের আগেই বিয়ে হয়ে গেছে। একমাত্র পুত্র রোহিত রাতে প্রায়ই মামারবাড়িতে ঘুমতে যেত। বৃহস্পতিবারও রোহিত মামাবাড়ি ঘুমতে যায়। শুক্রবার সকালে সে বাড়ি ফিরে ডাকাডাকি করেও মা–বাবার সাড়াশব্দ পায়নি। প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙা হয়। দরজা খুলতেই দেখা যায়, দু’জনে ঝুলছেন। পুলিশ জানিয়েছে ঘরের দেওয়ালে বড় বড় করে লেখা ছিল, ‘আমাদের একসঙ্গে জ্বালাবে’। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী লিলিকে শ্বাসরোধ করে খুন করার পরেই স্বামী নীলকন্ঠ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
