আজকাল ওয়েবডেস্ক: এখন থেকে ব্যস্ত সময়ে প্রয়োজনে দ্বিগুণ ভাড়াও হাঁকতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি! এমনটাই বলছে সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা। ওলা, উবার, ইনড্রাইভ এবং ব়্যাপিডোর মতো ক্যাব সংস্থাগুলি ব্যস্ত সময়ে বেশি ভাড়া নিতে পারবে কি না সে বিষয়ে সরকার একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। 

আগে অ্যাপ ক্যাব সংস্থাগুলি ব্যস্ত সময়ে মূল ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত ভাড়া বৃদ্ধি করতে পারত। কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী তারা ব্যস্ত সময়ে মূল ভাড়ার দ্বিগুণ পর্যন্ত ভাড়া নিতে পারবে। একই সঙ্গে কম ব্যস্ত সময়ে তারা মূল ভাড়ার ৫০ শতাংশের নীচে ভাড়া কমাতে পারবে না। চাহিদা কম থাকা সত্ত্বেও চালকরা যাতে ন্যায্য পরিমাণ আয় করতে পারেন তা নিশ্চিত করার জন্য এটি করা হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। কোনও নির্দিষ্ট রুটে মূল ভাড়া কত হবে, তা নির্ধারণ করবে রাজ্য সরকার। তবে সময়বিশেষে ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকেও।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে তিন মাসের মধ্যে এই নিয়মগুলি কার্যকর করতে বলেছে। লক্ষ্য, উচ্চ চাহিদার সময়ে যাত্রীদের উপর বোঝা কমানো এবং একই সঙ্গে অযৌক্তিক প্রতিযোগিতা তৈরি করে এমন ছাড় দেওয়া থেকে সংস্থাগুলিকে বিরত রাখা।

রাইড ক্যান্সেল করা হলে সরকার চালক এবং যাত্রী উভয়ের জন্যই স্পষ্ট নিয়ম চালু করেছে। যদি কোনও চালক অ্যাপের মাধ্যমে কোনও রাইড গ্রহণ করেন কিন্তু পরে কোনও বৈধ কারণ ছাড়াই তা বাতিল করেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ অথবা ১০০ টাকা (যেটি কম হয়) জরিমানা করা হবে। এই জরিমানা চালক এবং সংস্থার মধ্যে ভাগ করে নেওয়া হবে। অন্যদিকে, কোনও ব্যবহারকারী যদি বুকিংয়ের পর বৈধ কারণ ছাড়াই ‘রাইড’ বাতিল করেন, তা হলে তাঁকে সর্বাধিক ১০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে।

নতুন নিয়মের আওতায় বাইক ট্যাক্সিও থাকবে। প্রতিটি রাজ্য সরকারের দায়িত্ব মূল ভাড়া নির্ধারণ করা। যদি কোনও রাজ্য এখনও মূল ভাড়া নির্ধারণ না করে, তাহলে ক্যাব সংস্থাকে অবশ্যই একটি ভাড়া নির্ধারণ করতে হবে এবং রাজ্য সরকারকে তা জানাতে হবে। এই পরিবর্তনগুলির লক্ষ্য হল ভাড়া ন্যায্য করা এবং পরিষেবাগুলিকে চালক এবং আরোহী উভয়ের জন্য আরও নির্ভরযোগ্য করে তোলা।