আজকাল ওয়েবডেস্ক:‌ তিনি ক্যাপ্টেন কুল। ঠান্ডা মাথায় কত ম্যাচ যে বের করেছেন তার ইয়ত্তা নেই। সেই মহেন্দ্র সিং ধোনিরও মাথা গরম হয়!‌ গোপন কথাটি ফাঁস করেছেন টিম ইন্ডিয়া ও চেন্নাই সুপার কিংসে ধোনির প্রাক্তন সতীর্থ বদ্রীনাথ। এক সাক্ষাৎকারে বদ্রীনাথ বলেছেন, ‘‌ধোনিও একজন মানুষ। তারও তো মাথা গরম হতে পারে।’‌ এরপরই বদ্রীনাথ বলেছেন, ‘‌কিন্তু মাঠে ধোনি কখনও মাথা গরম করেনি। বিপক্ষকে কখনও বুঝতে দেয়নি ও রেগে গেছে। সেরকমই একটা ম্যাচ ছিল আইপিএলে আরসিবির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য ছিল মাত্র ১১০ রান। কিন্তু আমরা নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছিলাম। শেষ অবধি ম্যাচটা হেরে যাই। আমি অনিল কুম্বলের বলে আউট হয়ে ফিরেছিলাম। ড্রেসিংরুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। ধোনি ভাই এল আমার সামনে। সেখানে একটি জলের বোতল ছিল। এরপরই লাথি মেরে জলের বোতলটা ফেলে দিল। ধোনির দিকে তাকাতেই পারছিলাম না।’‌ 

 


এটা ঘটনা ক্রিকেট বিশ্ব ধোনিকে ক্যাপ্টেন কুল, ফিনিশার সহ একাধিক তকমা দিয়েছে। ক্রিকেট ইতিহাসে তিনি একমাত্র অধিনায়ক যিনি সমস্ত আইসিসি ট্রফি জিতেছেন। ২০০৭ টি২০ বিশ্বকাপ হোক, ২০১১ বিশ্বকাপ হোক বা ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। শুধু তাই নয়, নেতা হিসেবে চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন।