আজকাল ওয়েবডেস্ক:‌ হ্যারিকেন ‘‌মিল্টন’‌ আছড়ে পড়ল ফ্লোরিডায়। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে আটটা নাগাদ হ্যারিকেনটি ল্যান্ডফল করে ফ্লোরিডার সিয়েস্টা সংলগ্ন অঞ্চলে। তীব্র ঝড়ের সঙ্গে অতি ভারী বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টির দাপটে যে যেখানে পেরেছেন আশ্রয় নেন। মাত্র দু’‌সপ্তাহ আগেই আরও একটি হ্যারিকেন (‌অতি তীব্র ঝড়)‌ আছড়ে পড়েছিল ফ্লোরিডায়। তার প্রভাব কাটতে না কাটতেই এল ‘‌মিল্টন’‌। 


ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, এটি ক্যাটাগরি ৩ লেভেলের স্টর্ম। আরও জানানো হয়েছে, এই তীব্র ঝড়ের উৎপত্তি আটলান্টিক মহাসাগরে। ঘণ্টায় ২০৫ কিলোমিটার গতিতে সে স্থলভাগের দিকে এগিয়ে আসছিল। সতর্কবার্তা আসার পরেই উপকূল এলাকায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। তারপরেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। গাছপালা ভেঙে পড়েছে। ফ্লোরিডা, পেনিনসুলার বহু এলাকা জলমগ্ন। বহু মানুষ ঘরছাড়া। তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 


ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস বলেছেন, ‘‌তীব্র ঝড় আছড়ে পড়েছে ফ্লোরিডায়। সঙ্গে তুমুল বৃষ্টি। মানুষজনকে ঘরে থাকতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’‌