আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ডার গাভাসকার ট্রফির পর পরই ভারতীয় দল থেকে ব্রাত্য হয়ে গিয়েছেন মহম্মদ সিরাজ। ঘরের মাটিতে ইংল্যান্ড সিরিজে সুযোগ পাননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি। ভারতীয় দলে কামব্যাকের জন্য আইপিএলকেই পাখির চোখ করেছেন এই স্পিডস্টার।


আরসিবি সিরাজকে আর রাখেনি। এবার তিনি রয়েছেন গুজরাটে। মঙ্গলবারই আইপিএলে প্রথম ম্যাচ গুজরাটের। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। সিরাজ প্রথম এগারোয় থাকবেন কিনা তা সময় বলবে। তবে অধিনায়ক শুভমান গিলের একরাশ প্রশংসা করেছেন সিরাজ। বলেছেন, ‘‌গিল সবসময় বোলারদের পাশে থাকে।’‌ 


তবে ভারতীয় দলে কামব্যাক করাটা যে তাঁর হাতে নেই এটা জানিয়ে দিয়েছেন সিরাজ। আইপিএলে ভাল পারফরম্যান্স ও ঝুড়ি ঝুড়ি উইকেট নেওয়াই এখন সিরাজের লক্ষ্য। 


এক ইন্টারভিউয়ে সিরাজ বলেছেন, ‘‌দলে নির্বাচিত হওয়াটা আমার হাতে নেই। আমার কাজ উইকেট নেওয়া। দলের জন্য ভাল পারফর্ম করা। আমি নিজের ১০০ শতাংশ দিই। যদি নির্বাচনের কথা ভাবি তাহলে তা খেলায় প্রভাব ফেলবে।’‌


প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফিতে ২০ উইকেট নিয়েছিলেন সিরাজ। তাঁর কথায়, ‘‌২০২২ সালে আইপিএলের ঠিক পরেই ছিল অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ। তখন কিন্তু দলে সুযোগ পাব কিনা তা নিয়ে খুব ভাবতাম। এতে পারফরম্যান্সে প্রভাব পড়েছিল। তারপর বুঝতে পারি যেটা আমার হাতে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। এরপর থেকে শুধু নিজের বোলিং নিয়েই ভেবেছি। মাঠে পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে পারলাম কিনা সেদিকে নজর দিই।’‌ 


এখন প্রচুর পরিশ্রম করছেন সিরাজ। তাঁর কথায়, ‘‌ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছি। ওটাই তো সব। তাছাড়া শারীরিক দিক থেকেও ফিট আছি।’‌ 


সাত সাতটা বছর সিরাজ খেলেছেন আরসিবিতে। এবার নতুন দল। আরসিবিতে ৮৭ ম্যাচে ৮৩ উইকেট নিয়েছেন। আরসিবির তৃতীয় সেরা বোলার তিনি। সিরাজ থাকাকালীন আরসিবি চারবার প্লে অফে গিয়েছিল। কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২৩ সাল ছিল তাঁর সেরা। ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। আর ২০২৪ সালে নেন ১৫ উইকেট।