আজকাল ওয়েবডেস্ক:‌ মহম্মদ সিরাজ বল হাতে নিতেই ব্রিসবেনের গ্যালারির একটা অংশ থেকে উঠল আওয়াজ। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভার করেন বুমরা। এরপরই রোহিত বল তুলে দেন সিরাজের হাতে। আর সিরাজ বল হাতে নিতেই গ্যালারির একটা অংশ থেকে উঠল আওয়াজ। সিরাজকে করা হল ব্যঙ্গ। প্রসঙ্গত, এডিলেডে ট্রাভিস হেড ও সিরাজের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। হেডকে আউট করার পর সিরাজ কিছু বলেছিলেন। যার পাল্টা দেন হেডও। এই জল অনেকদূর গড়ায়। সিরাজের ম্যাচ ফি’‌র ২০ শতাংশ জরিমানা করা হয়। আর হেডকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।


দুই ক্রিকেটারই তৃতীয় টেস্টেও খেলছেন। ভারতের প্রথম একাদশে রয়েছেন সিরাজ। আবার অসিদের প্রথম একাদশে রয়েছেন হেড। তাই গাব্বাতেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।


এদিকে, বৃষ্টির জন্য গাব্বায় আপাতত বন্ধ রয়েছে খেলা। ১৩.‌২ ওভারে অস্ট্রেলিয়ার রান যখন বিনা উইকেটে ২৮, তখনই নামে বৃষ্টি। যা মধ্যাহ্নভোজের বিরতির পরেও জারি রয়েছে। প্রথমদিন খেলা আদৌ আর শুরু করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান আম্পায়াররাই।