আজকাল ওয়েবডেস্ক:‌ ক্রমশ সুস্থ হয়ে উঠছেন মহম্মদ সামি। অস্ট্রেলিয়া সফরেই সম্ভবত দলে ফিরবেন। সেই সামি তাঁর নিজের দুই পছন্দের সেরা বোলার বেছে নিলেন। সেই তালিকায় কিন্তু ভারতের কোনও পেসার নেই। না আছেন কপিল দেব। না আছেন জাহির খান বা বুমরা। সেরাদের সেরা বোলারের তালিকায় সামির পছন্দ পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী ডেল স্টেইন। 

 


অনিল কুম্বলে, হরভজন সিং কিংবা রবিচন্দ্রন অশ্বিনও ভারতের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে গেছেন। অলরাউন্ডার কপিল দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। জাহিরও অনেক উইকেট নিয়েছেন। কিন্তু সামির কথায়, ‘‌অনেকেই আমার পছন্দের বোলার। কিন্তু যদি নাম বলতে বলেন তাহলে ওয়াকার ইউনিস ও ডেল স্টেইনের কথা বলব।’‌ 

 


প্রসঙ্গত, গত বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স ছিল সামির। সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। কিন্তু তারপরই চোট তাঁকে দল থেকে ছিটকে দেয়। আপাতত নেটে বোলিং শুরু করেছেন তিনি। এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে ১৮৮ ম্যাচে ৪৪৮ উইকেট নিয়েছেন সামি। তার মধ্যে ২২৯ টেস্ট উইকেট। ১৯৫ একদিনের উইকেট আর টি২০ ক্রিকেটে নিয়েছেন ২৪ উইকেট।