আজকাল ওয়েবডেস্ক: আয়কর রিটার্ন হল একটি নির্ধারিত ফর্ম যার মাধ্যমে একটি আর্থিক বছরে এক জন ব্যক্তি তাঁর অর্জিত আয়ের বিবরণ জমা দিতে পারেন। এই ধরনের আয়ের উপর প্রদত্ত করের তথ্য আয়কর বিভাগে জানানো হয়। বর্তমানে অতি সহজ ভাবেই যে কোনও আয়করদাতা নিজে থেকে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা আয়কর রিটার্ন জমা করতে পারেননি তাঁরা কী করবেন? কী পদক্ষেপ করা হবে তাঁদের ক্ষেত্রে?

২০২৪-২৫ অর্থবর্ষে বেতনভোগী কর্মচারী আর করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২০২৪ এর ৩১ জুলাই। যদি কেউ এর মধ্যে আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকেন তাঁদের কাছে শেষ সুযোগ। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই জমা দিতে হবে আয়কর রিটার্ন। কিন্তু মেনে চলতে হবে হবে বেশ কয়েকটি শর্ত-

• কোনও ব্যক্তির মোট আয় বছরে পাঁচ লক্ষ টাকার বেশি হয়, তা হলে তাঁকে দিতে হবে ৫ হাজার টাকা জরিমানা। পাঁচ লক্ষের কম হলে জরিমানার পরিমান এক হাজার টাকা। আয় আড়াই লক্ষের কম হলে কোনও জরিমানা লাগবে না।

• ২৩৪এ ধারা অনুযায়ী জমা না দেওয়া করের পরিমাণের উপর প্রতি মাসে ১% সুদ দিতে হবেয যতক্ষণ পর্যন্ত রিটার্ন জমা না দেওয়া হচ্ছে।

• পুরনো কর ব্যবস্থায় নির্ধারিত সময়ে যাঁরা আয়কর রিটার্ন জমা করেননি, তাঁরা বিভিন্ন কর ছাড়ের সুবিধা না-ও পেতে পারেন। তাঁদের নতুন কর ব্যবস্থায় আয়কর জমা দিতে হবে। এর ফলে ৮০সি এবং ৮০ডি ধারায় কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে না।

বিলম্বিত সময়ে যাঁরা আয়কর জমা দেবেন চলতি অর্থবর্ষের বাকি সময়টুকুতে তাঁদের আয়ের উপর নতুন কর ব্যবস্থায় আয়কর নির্ধারণ করা হবে। পুরনো ব্যবস্থায় তাঁরা করের উপর ছাড় পাবেন না।