আজকাল ওয়েবডেস্ক: ভারতের কিছু অংশে অদ্ভূত বিয়ের রীতিনীতির কথা আপনারা শুনেছেন। তার মধ্যে অন্যতম, মাঙ্গলিকরা বৈবাহিক সমস্যা দূর করার জন্য প্রতীকীভাবে একটি গাছকে বিয়ে করেন। এই ঐতিহ্য জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি। বিশ্বাস করুন বা না করুন, দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর একটি শহর ওক্সাকার সান পেদ্রো হুয়ামেলুলায় প্রায় ২৩০ বছর আগে একই রকম রীতিনীতি চালু ছিল।

কী সেই রীতি? আদিবাসী সম্প্রদায়ের দ্বারা পালন করা এই রীতিতে বৃষ্টিপাত, ভাল ফসল এবং প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আশীর্বাদ কামনা করতে প্রতীকীভাবে একটি স্ত্রী কুমিরকে বিয়ে করেন পুরুষরা। সম্প্রতি, শহরের মেয়র ড্যানিয়েল গুতেরেস এই অপ্রচলিত অনুষ্ঠানে অংশ নিয়ে ইন্টারনেটের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এক্স-এ এই প্রতীকী বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বর সাদা বিয়ের পোশাক পরেছেন এবং তাঁর ব্লেজারে কুমিরের নকশা আঁকা। মজার বিষয় হল, কুমিরটিকেও কনের মতো সাজানো হয়েছিল। সাদা গাউন পরেছেন। অতিথিদের সরীসৃপটিকে বহন করতে সাহায্য করতে দেখা যাচ্ছে। শীঘ্রই, তিনি স্ত্রী কুমিরটিকে তাঁর দুই হাতে তুলে নেন এবং সেটির নাকে চুম্বন করেন। মেয়র কুমিরটির সঙ্গে আনন্দে নাচতেও শুরু করেন। অন্যরাও উৎসবে যোগ দেন, আনন্দ করতে থাকেন। 

?ref_src=twsrc%5Etfw">July 1, 2025

পোস্টে লেখা হয়েছে, "একটি মেক্সিকান শহরের মেয়র একটি কুমিরকে বিয়ে করেছেন- সমৃদ্ধি এবং মাছের জন্য। ড্যানিয়েল গুতেরেস সান পেড্রো হুয়ামেলুলা শহরে কুমির সঙ্গে বিয়ে করেছেন। এই অনুষ্ঠানটি ২৩০ বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে। এটি দু’টি আদিবাসী গোষ্ঠীর মিলনের প্রতীক। বিশ্বাস করা হয় যে কেবল এই ধরনের মিলনই জমিতে প্রচুর ফসল এবং সমুদ্রে প্রচুর মাছ আনতে পারে। অনুষ্ঠানের সময়, কুমিরটিকে যথেষ্ট সম্মান করা হয় এবং ঐতিহ্যগতভাবে একটি বিয়ের গাউন পরানো হয়।"

ভিডিও দেখেই হাসিতে ফেটে পড়েছেন নেটাগরিকরা। একজন লিখেছেন, “মেক্সিকোবাসীর ১০ হাজার নিয়মের একটি।” দুই বছর আগে মেয়র ভিক্টর হুগো সোসাও একই রকম একটি বিয়ের আয়োজন করেছিলেন।