আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের অবনতিশীল আর্থিক অবস্থার কথা প্রায়শই বলা হয়েছে। তবে ঋণগ্রস্ত দেশটিতে ধনী ও কোটিপতিরা রয়েছেন অনেক। এরকমই একটি গল্প মালিক রিয়াজ হুসেনের, যিনি কেবল একজন পাকিস্তানি রিয়েল এস্টেট টাইকুনই নন, তিনি পাকিস্তানের বৃহত্তম বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি বাহরিয়া টাউনের প্রতিষ্ঠাতাও।
পাকিস্তানের সম্ভ্রান্ত পরিবারেই জন্ম রিয়াজের। বাবার ব্যবসায় ক্ষতির কারণে এক সময় স্কুলের পড়াশোনা ছেড়ে দিতে হয় তাঁকে। তিনি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে একজন কেরানি হিসেবে কাজ করতেন এবং প্রায়শই একজন রংমিস্ত্রি হিসেবে পার্ট-টাইম কাজ করতেন। পরে তিনি সামরিক বাহিনীতে ঠিকাদার হিসেবে যোগ দেন।
১৯৯৫ সালে তিনি হুসেন গ্লোবাল নামে নিজের সংস্থা তৈরি করেন। সেই বছরই পাকিস্তান নৌসেনার চ্যারিটেবল ট্রাস্টের কাছ থেকে একটি কমিউনিটি তৈরির বরাত পান। এরপরই তিনি তিনটি বিমানের মালিক হন, যার মধ্যে একটি ছিল হকার ৪০০০। ২০০০ সালে পাকিস্তান নৌবাহিনী রিয়াজের সঙ্গে ব্যবসায়িক চুক্তি ছিন্ন করে। এরপরে তিনি তাঁর নিজস্ব রিয়েল এস্টেট সংস্থা প্রতিষ্ঠা করেন। সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে যার নাম রাখেন বাহরিয়া টাউন।
বাহরিয়া টাউনের লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, মুরি এবং করাচিতে প্রকল্প রয়েছে। বাহরিয়া টাউন করাচি-২ হল পাকিস্তানের বৃহত্তম বেসরকারি প্রকল্প, যার মালিকও রিয়াজ নিজেই। তাঁর মোট সম্পদের পরিমাণ ২.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। ২০২৫ সালে তা আরও বৃদ্ধি বলে ধারণা করা হচ্ছে।
