আজকাল ওয়েবডেস্ক: দিল্লির কাশ্মীরি গেট মেট্রো পুলিশ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার মধ্যরাতে আগুন লাগে। দমকলের কাছে খবর যায় রাত ১২.৪৫ মিনিট নাগাদ। ঘটনার খবর পেতেই একে একে দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। গোটা পুলিশ স্টেশনেই আগুন ধরে যায় বলে জানা গেছে। পুড়ে ছাই হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি। প্রসঙ্গত, এই থানার মধ্যেই রয়েছে মেট্রোর ডেপুটি কমিশনারের অফিস। সেখানেও আগুন ধরে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডে বহু গুরুত্বপূর্ণ নথি ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডে বহু গুরুত্বপূর্ণ নথি ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।
