আজকাল ওয়েবডেস্ক:‌ চলন্ত বাইকের মধ্যেই বাজি ফাটাতে ব্যস্ত যুবক। ঘটনাটি ঘটেছে গত ৯ নভেম্বর তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে। ওদিন রাতে শহরের রাস্তায় বাইক ছুটিয়ে কেরামতি দেখান ওই যুবক। সঙ্গে ছিল বাজি। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, বাইকের সামনে হেডলাইটের জায়গায় একাধিক রকেট বাজি বেঁধেছেন যুবক। দেখা গেছে, বাজির সলতেয় আগুন ধরিয়ে দিচ্ছেন অন্য এক যুবক। এরপর বাইক চলতে শুরু করল। বাজি ছাড়ার সময় বাইকের সামনের চাকা শূন্যে তুলে গতি বাড়িয়ে দেন চালক। যার ফলে বাইক থেকে ছিটকে বেরিয়ে বাজিগুলি আকাশের দিকে ছুটে যাচ্ছিল। পর পর অনেকগুলি বাজি এইভাবেই ছাড়া হয় চলন্ত বাইক থেকে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেন আজকাল ডট ইন। যদিও কেরামতি দেখিয়ে ওই যুবক এখন জেলে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।