আজকাল ওয়েবডেস্ক: সহবাসে রাজি হননি লিভ ইন সঙ্গী। এই ‘অপরাধে’ তরুণীকে কুপিয়ে খুন করল যুবক। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের রাওজি বাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত যুগল। অভিযুক্ত যুবকের নাম প্রবীণ সিং ধাকড় (২৪)। তিনি গুনা জেলার বাসিন্দা। ২০ বছরের ওই তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল তাঁর। সম্প্রতি উভয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। জানা গেছে, ৭ ডিসেম্বর রাওজি এলাকার বাড়িটি ভাড়া নিয়েছিলেন যুগল। আর দু’দিন পর ৯ ডিসেম্বরে ওই বাড়ি থেকেই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ইন্দোর পুলিশ জানিয়েছে, লিভ–ইন সঙ্গী সহবাসে রাজি না হওয়ায় মেজাজ হারান ওই যুবক। এর পরেই ছুরি দিয়ে তরুণীর গলায়, বুকে আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। ঘটনার পরেই বাইরে থেকে ঘর বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তরুণীর মোবাইলটিও সঙ্গে নিয়ে যায়। যদিও তদন্ত নেমে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
