আজকাল ওয়েবডেস্ক: ক্রেডিট কার্ডের জন্য ব্যাঙ্কের কর্মীদের ফোন বা লোন পাইয়ে দেওয়ার নামে বারবার এজেন্টদের ফোন আমরা সচরাচর এড়িয়ে চলি। কখনও কখনও অচেনা বিদেশী নম্বরের ফোন ধরে প্রতারণার ফাঁদে পড়তে হয় অনেককে। হাজারও সচেতনতামূলক প্রচারের পর এখনও সবাই অচেনা এবং বিদেশী নম্বরের ফোন এড়িয়ে যাই কিংবা কেটে দিই। কিন্তু এই অচেনা নম্বরের ফোন বার বার কাটতে কাটতেই নিজের জন্য যে সর্বনাশ ডেকে আনবেন, তা ভাবতেও পারেননি এক যুবক। 

এই দুর্ভাগ্যজনক ঘটনাটি রেডডিট-এ পোস্ট করে ওই যুবক জানিয়েছেন, গত এক মাস ধরে একটি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসছিল। স্প্যাম কল ভেবে সেটিকে বার বার কেটে দিচ্ছিলেন। অনেক সময় ফোন ধরছিলেন না। প্রতিদিনের ফোনে বিরক্ত হয়ে 'ট্রুকলার'-এ নম্বরটি চেক করেন যুবক। তখনই তাঁর মাথায় বাজ পড়ে। তিনি দেখেন ফোন নম্বরটি অ্যামাজন-এর নিয়োগকারী দলের। নম্বরের সত্যতা যাচাই করার পর ওই নম্বরটিতে ফোন করেন যুবক। কিন্তু সেই নম্বরে ফোন লাগেনি। উল্টে তাঁর কিছু টাকা কেটে নেওয়া হয়েছে।

তাঁর এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ''চিন্তা করবেন না। তারা আবার আপনাকে ফোন করবে অথবা মেল করবেন।'' অন্য একজন লিখেছেন, ''আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রতিটি সম্মানীয় রিক্রটার ফোন করার পাশাপাশি মেলও করেন। যদি আপনাকে ফোন না-ই পাওয়া যায় তাদের উচিৎ আপনাকে মেল করা।'' অন্য একজন লিখেছেন, ''নতুন ভয়ের উদ্রেক।''