অলক সরকার: পরনে দাওরা সুরুওয়াল। মাথায় গোর্খা টুপি। হাতে গোর্খাদের ঐতিহ্য খুকরি নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন মুখ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ছেলে আবেশ। পাহাড়ি সংস্কৃতি মেনে হল বিয়ে। এদিকে মকাইবাড়ি চা বাগানে এই বিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, ‘পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক তৈরি হল। আমি খুব খুশি।’ ওদিকে কার্শিয়াংয়ে বিয়ে ঘিরে আনন্দে মেতেছেন স্থানীয় মানুষ।
উল্লেখ্য, আবেশ ব্যানার্জি ও দীক্ষা ছেত্রি দু’জনে ভাল বন্ধু। একসঙ্গে ডাক্তারি পড়া শেষ করেছেন। এরপর বিয়ের সিদ্ধান্ত। বৃহস্পতিবার চার হাত এক হল।
ছবি: শৌভিক দাস
উল্লেখ্য, আবেশ ব্যানার্জি ও দীক্ষা ছেত্রি দু’জনে ভাল বন্ধু। একসঙ্গে ডাক্তারি পড়া শেষ করেছেন। এরপর বিয়ের সিদ্ধান্ত। বৃহস্পতিবার চার হাত এক হল।
ছবি: শৌভিক দাস
