আজকাল ওয়েবডেস্ক: পার্কিংয়ের নামে উঠেছিল টাকা তোলার অভিযোগ। তা নিয়ে বিবাদের জেরেই বুধবার বন্ধ করে দেওয়া হয় হাওড়া ক্রিসমাস কার্নিভ্যাল। যা নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এদিন স্পষ্ট জানান, কয়েক জনের জন্য কার্নিভ্যাল বন্ধ হতে পারে না। যাঁরা গন্ডগোল করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই ফের কার্নিভ্যাল শুরুর নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, কার্নিভ্যালে পার্কিং নিয়ে গন্ডগোল হয়েছিল। তার পরই নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার সন্ধে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী অনির্দিষ্ট সময়ের জন্য কার্নিভ্যাল বন্ধের কথা জানান।
হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধন হয় ২২ ডিসেম্বর। ১২ দিন ধরে চলার কথা ছিল এই কার্নিভ্যাল। কিন্তু পাঁচ দিনের মাথায় তা বন্ধ করে দেওয়া হয়। আর ঠিক একদিন পরেই এই বিষয়ে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তিনি ফের কার্নিভ্যাল চালুর নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, কার্নিভ্যালে পার্কিং নিয়ে গন্ডগোল হয়েছিল। তার পরই নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার সন্ধে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী অনির্দিষ্ট সময়ের জন্য কার্নিভ্যাল বন্ধের কথা জানান।
হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধন হয় ২২ ডিসেম্বর। ১২ দিন ধরে চলার কথা ছিল এই কার্নিভ্যাল। কিন্তু পাঁচ দিনের মাথায় তা বন্ধ করে দেওয়া হয়। আর ঠিক একদিন পরেই এই বিষয়ে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তিনি ফের কার্নিভ্যাল চালুর নির্দেশ দিয়েছেন।
