আজকাল ওয়েবডেস্ক: বহরমপুরে মমতা ব্যানার্জির সভার সময় বদল হল। বিকেল ৪টের বদলে দুপুর ২টোয় বহরমপুর স্টেডিয়ামে সভা শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মঙ্গলবার রাতে এই নির্দেশিকা এসে পৌঁছয় বহরমপুর প্রশাসনিক ভবনে। তারপর শুরু হয় তৎপরতা। পুলিশের শীর্ষকর্তা থেকে জেলা প্রশাসনের কর্তারা দফায় দফায় বৈঠক করে নতুন করে সাজিয়ে তোলেন সফরসূচি। এদিনের সভায় সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। যাঁদের পরিষেবা দেওয়া হবে, তাঁদের সঙ্গে প্রশাসনের তরফে যোগাযোগ করে মাঠে আসার সময়ও জানিয়ে দেওয়া হয়েছিল। ব্যবস্থা করা হয়েছিল গাড়ির। কিন্তু রাত ন’টা নাগাদ জেলা প্রশাসন জানতে পারে মুখ্যমন্ত্রী বেলা ২টোয় বহরমপুরে সভা করবেন। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার বালুরঘাটে প্রশাসনিক সভা সেরে সেখানেই রাত্রিবাস করেন মুখ্যমন্ত্রী। বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে মালদায় তাঁর পদযাত্রা করার কথা। ইংরেজবাজারে জেলা ক্রীড়া সংস্থার মাঠে হবে সভা। সেখানে প্রশাসনিক বৈঠক শেষ করে মুর্শিদাবাদে আসার কথা মুখ্যমন্ত্রীর। ঠিক ছিল, বিকেল ৪টেয় বহরমপুরে সভা করবেন মমতা। কিন্তু জানা গেছে সেই সভা শুরু হবে দুপুর ২টোয়।
