আজকাল ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধবিরতির আহ্বান করলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেন, ‘এখন খুবই কঠিন সময়। বিশেষ করে গাজায় যা ঘটছে। এই সপ্তাহে রাফায় যা দেখলাম তা হৃদয় বিদারক। এই মুহূর্তগুলোর সাক্ষী হওয়া হৃদয়বিদারক ও আতঙ্কজনক। মানুষ এতটাই ক্ষুব্ধ এবং বিশ্বাস করতে পারছে না, আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটতে পারে!
ইজরায়েল দখলকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।’ প্রসঙ্গত, রাফায় ইজরায়েল হামলা চালিয়ে ৪০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। যাদের অধিকাংশ মহিলা ও শিশু। যা নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। আন্তর্জাতিক বিচার আদালত রাফায় হামলা বন্ধের নির্দেশ দিলেও ইজরায়েল সেখানে হামলা অব্যাহত রেখেছে। মালালা বলেন, ‘এই মুহূর্তে মানুষকে মানবিক করে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি।’
ইজরায়েল দখলকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।’ প্রসঙ্গত, রাফায় ইজরায়েল হামলা চালিয়ে ৪০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। যাদের অধিকাংশ মহিলা ও শিশু। যা নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। আন্তর্জাতিক বিচার আদালত রাফায় হামলা বন্ধের নির্দেশ দিলেও ইজরায়েল সেখানে হামলা অব্যাহত রেখেছে। মালালা বলেন, ‘এই মুহূর্তে মানুষকে মানবিক করে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি।’
