আজকাল ওয়েবডেস্ক:‌ মধ্যপ্রদেশে শুরু বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে ছত্তিশগড়েও। শুক্রবার সকাল থেকেই ভোট দেওয়ার জন্য বুথের সামনে লম্বা লাইন দেখা গেছে। সকালেই ভোট দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও সকাল সকাল ভোট দিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বিজেপির কৈলাস বিজয়বর্গীয়রা ভোটে লড়ছেন। 
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে একদিনেই ২৩০ কেন্দ্রের ভোটগ্রহণ হবে। আর ৭ নভেম্বর ছত্তিশগড় বিধানসভায় ২০ আসনে ভোটগ্রহণ হয়েছিল। বাকি ৭০ আসনে আজ দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। আর ছত্তিশগড়ে কংগ্রেস। 
দুই রাজ্যেই জোর প্রচার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কংগ্রেসের হয়ে প্রচারে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা।