আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মহেন্দ্র সিং ধোনি। ভোটদানে মানুষের উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
 
 ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচনী প্রক্রিয়ায় মানুষকে উৎসাহিত করতে তাঁর ছবি ব্যবহারের জন্য কমিশনকে অনুমতি দিয়েছেন ধোনি। এর আগেও অবশ্য ২০১৯ সালে লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের প্রচারের মুখ বা ‘জাতীয় আইকন’ করা হয়েছিল ধোনিকে।
 
 মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ধোনির ছবি ব্যবহারের সম্মতি পেয়েছে কমিশন। আগামী দিনে কীভাবে কাজ এগোবে, তার পরিকল্পনা করতে ধোনির সঙ্গে কমিশন যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন তিনি। 
 
 প্রসঙ্গত, ধোনির জন্ম ও বড় হওয়া ঝাড়খণ্ডের রাঁচিতে (তৎকালীন বিহারে)। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে ঘরের ছেলেকেই মুখ করে ভোটারদের উৎসাহিত করতে চায় কমিশন।
 
 ঝাড়খণ্ডে নির্বাচন শুরু ১৩ নভেম্বর। দু’দফায় হবে নির্বাচন। দ্বিতীয় দফা ২০ নভেম্বর। ৮১ আসনের বিধানসভায় ফল বেরবে ২৩ নভেম্বর। 
