প্যান কার্ড আমাদের সকলের একটি প্রয়োজনীয় নথি। আয়কর থেকে শুরু করে ব্যাঙ্কের নানা কাজে এটি অতি গুরুত্বপূর্ণ। আয়কর বিভাগের নির্দেশে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক। এ দিকে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (প্যান) লিঙ্ক করার সময়সীমা দ্রুত এগিয়ে আসছে। যদি আপনি শেষ তারিখের মধ্যে আপনার প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে না পারেন, তাহলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় করা হবে। সাম্প্রতিক আপডেটে, আয়কর বিভাগ স্পষ্ট করে জানিয়েছে যে ৩১ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে এটি না করা হলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। প্যান কার্ড লিঙ্ক সম্পর্কিত সকল আপডেট আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।

আমাদের দৈনন্দিন আর্থিক জীবনে প্যান কার্ডের গুরুত্বকে অবমূল্যায়ন করা যাবে না। আজকের আর্থিক ব্যবস্থায়, কর জমা দেওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং বড় লেনদেনের জন্য প্যান কার্ড অপরিহার্য। কিন্তু লিঙ্ক না করার ফলে কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আপনার দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

প্যান কার্ড হল আয়কর বিভাগ কর্তৃক জারি করা একটি ১০-সংখ্যার একটি বিশেষ নম্বর যা কোনও ব্যক্তির আর্থিক লেনদেন ট্র্যাক করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, যদি প্যান কার্ডটি আধারের সঙ্গে লিঙ্ক না করা হয়, তাহলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রভাবিত হবে। 

উদাহরণস্বরূপ, আপনি আয়কর রিটার্ন (ITR) দাখিল করতে পারবেন না এবং ইতিমধ্যে দাখিল করা যে কোনও রিটার্ন অবৈধ বলে বিবেচিত হতে পারে। তাছাড়া, যদি আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক না করা থাকে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও ফ্রিজ করা হতে পারে। এর পাশাপাশি, আপনি মিউচুয়াল ফান্ড, শেয়ার বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) তে বিনিয়োগ করতে পারবেন না।

কিভাবে আপনার প্যান এবং আধার অনলাইনে লিঙ্ক করবেন?

অতএব, যদি আপনি এই জটিলতাগুলি এড়াতে চান, তাহলে আপনার আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট incometax.gov.in, https://www.incometax.gov.in এর মাধ্যমে অনলাইনে আপনার প্যান কার্ড এবং আধার লিঙ্ক করে ফেলুন।

‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করে এবং আপনার প্যান, আধার নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে ফর্ম ভরে ফেলুন। আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রেরিত ওটিপি দিয়ে আপনার অ্যাকাউন্ট যাচাই করার পরে আধার-প্যান লিঙ্কটি সম্পূর্ণ করতে পারেন।