আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনে হায়দরাবাদকে ৮০ রানে উড়িয়ে ফের জয়ের সরণীতে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার সব বিভাগেই সানরাইজার্সকে টেক্কা দিয়েছে কেকেআর। ব্যাট হাতে দুরন্ত ছিলেন বেঙ্কটেশ আইয়ার, রঘুবংশী, রিঙ্কু সিং, অজিঙ্কা রাহানেরা। আর বল হাতে চমকে দিয়েছেন বৈভব অরোরা। বরুণ চক্রবর্তী তো ছিলেনই। সঙ্গে রাসেল। বিরাট জয়ের পর এমন একটি নজির গড়ে ফেলেছে কেকেআর। যা আইপিএল ইতিহাসে আর কোনও ফ্রাঞ্চাইজির নেই। 


আইপিএলের ইতিহাসে তিনটি ভিন্ন দলের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ২০ বা তার বেশিবার জিতেছে কেকেআর। সেই দলগুলি হল আরসিবি, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। তার মধ্যে ২০ বার করে কেকেআর জিতেছে আরসিবি ও হায়দরাবাদের বিরুদ্ধে। আর পাঞ্জাবের বিরুদ্ধে জিতেছে ২১ বার। 


প্রসঙ্গত, ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর গতবার প্লে অফ ও ফাইনালে হারিয়েছিল হায়দরাবাদকে। ২০২৫ আইপিএলেও ইডেনে এল দাপুটে জয়। 


বৃহস্পতিবারের ম্যাচে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ১৬ রানের মধ্যে দুই উইকেটও পড়ে গিয়েছিল কেকেআরের। তারপরেই পাল্টা লড়াই শুরু করেন রঘুবংশী ও রাহানে। বাকি কাজটা সারেন বেঙ্কটেশ ও রিঙ্কু। ২০১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সানরাইজার্স শেষ মাত্র ১২০ রানে। হেড, অভিষেক শর্মা, ঈষান কিষান কেউ রান পাননি। নীতীশ রেড্ডি (‌১৯)‌, কামিন্দু মেন্ডিস (‌২৭)‌ ও ক্লাসেন করেন ৩৩। ব্যাট করতে নেমে একবারও বোঝা যায়নি যে হায়দরাবাদ জিততে পারে। এতটাই ছিল কেকেআরের আধিপত্য।