আজকাল ওয়েবডেস্ক:‌ স্বস্তি মিলল চাকরীপ্রার্থীদের। কলকাতা হাইকোর্টের রায়ে। বুধবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার জন্য স্কুল সার্ভিস কমিশনকে চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। হাইকোর্টের আরও নির্দেশ, তার পরের চার সপ্তাহের মধ্যেই কাউন্সেলিং পর্ব শেষ করতে হবে।

 

 


প্রসঙ্গত, প্রায় সাত বছর ধরে উচ্চ প্রাথমিকে এই নিয়োগ প্রক্রিয়া ঝুলে ছিল। হাইকোর্টের নির্দেশে একাধিকবার নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। ২০১৯ সালে প্রথম মেধা তালিকা বাতিল করে দেয় হাইকোর্ট। এরপর ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দেয় আদালত। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, প্যানেল প্রকাশ করা গেলেও কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। এরপর মামলাটি যায় ডিভিশন বেঞ্চে। ১৮ জুলাই বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়। বুধবার হল রায়দান। যাতে খুশি চাকরিপ্রার্থীরা।