আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত খলিস্তানি জঙ্গি নেতা লখবির সিং রোদ (৭২)। কুখ্যাত খলিস্তানি জঙ্গি জার্নেল সিং বিন্দ্রনওয়ালের ভাইপো ছিল লখবির সিং। কাকার মৃত্যুর পরই পাকিস্তানে গা ঢাকা দিয়েছিল লখবির। গত ২ ডিসেম্বর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানেই সম্পন্ন হয়েছে শেষকৃত্য। প্রসঙ্গত, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে ভারতে নাশকতা চালানোর অভিযোগ ছিল লখবিরের বিরুদ্ধে। নিষিদ্ধ সংগঠন শিখ ইউথ ফেডারেশনের প্রধান ছিল লখবির সিং। পাঞ্জাবের একাধিক এলাকায় নাশকতা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লখবিরকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল ভারত সরকার। অভিযোগ, ২০২১ থেকে শুরু করে দু’বছর ধরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছিল লখবির। তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়। তদন্তে নেমে লখবিরের বাড়িতে তল্লাশিও চালায় এনআইএ। তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একবার নেপালে ২০ কেজি বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হয়েছিল লখবিরকে।
