আজকাল ওয়েবডেস্ক: ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আক্রমণ করার জন্য আমেরিকা বি২ স্পিরিট বোমারু বিমান ব্যবহার করেছে। এই বিমানটিকে স্টিলথ বোমারু বিমানও বলা হয়। তবে খুব কম লোকই জানেন যে এই বিমানের সঙ্গে একজন ভারতীয়ের যোগ রয়েছে। এই বিমানের প্রপালশন সিস্টেম তৈরিতে একজন ভারতীয় মার্কিন নাগরিকও জড়িত ছিলেন, যাঁকে পরে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার নাম নোশির গোয়াদিয়া।
নোশির পেশায় একজন ইঞ্জিনিয়ার। তাঁর জন্ম মুম্বইয়ে। বি২ বোমারু বিমানের কাজ করার সময় চীনকে গোপন সামরিক তথ্য পাচার করার অভিযোগে তাঁকে ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর ফলে চীন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিষ্কাশন ব্যবস্থা তৈরি করেছিল যাতে তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলিকে সহজে শনাক্ত করা না যায়।
মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) অনুসারে, ৮১ বছর বয়সী গোয়াদিয়াকে ২০০৫ সালের অক্টোবরে একটি ফৌজদারি অভিযোগের ভিত্তিতে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছিল। বিচারের সময় জানা গিয়েছে যে গোয়াদিয়া ১৯৬৮-১৯৮৬ সালের মধ্যে প্রায় ২০ বছর ধরে বি২ বোমারু বিমান প্রস্তুতিতে জড়িত ছিলেন। এই সময়ে তিনি প্রপালশন সিস্টেম এবং বি২-এর গোপনে কাজ করার ক্ষমতা আরও উন্নত করতে কাজ করেছিলেন। তিনি ১৯৯৭ সাল পর্যন্ত মার্কিন সরকারের সঙ্গে গোপনীয় বিষয় নিয়ে কাজ চালিয়ে যান।
শুনানি চলাকালীন সামনে আসে, ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছয় বার চীন সফরে গিয়েছিলেন তিনি। তিনি চীনে নকশা, পরীক্ষা সহায়তা, প্রযুক্তির পরীক্ষামূলক তথ্য বিশ্লেষণের আকারে তার প্রতিরক্ষা পরিষেবা প্রদান করেছিলেন। গ্রেপ্তারের সময় তাঁকে চীন কমপক্ষে ১১০,০০০ ডলার দিয়েছিল। গোয়াদিয়াকে ২০১০ সালে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং ২০১১ সালে তাঁকে ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
