আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তিনীয়দের ত্রাণ শিবিরে হামলা চালাল ইজরায়েল। বাস্তুচ্যূত প্যালেস্তিনীয়দের ত্রাণশিবিরে ইজরায়েল সেনার হামলায় অন্তত ২৫ জন মারা গেছেন। আহত অন্তত ৫০। ইজরায়েল চিহ্নিত সুরক্ষা অঞ্চলের বাইরে এই হামলা চালায় প্রতিরক্ষা বাহিনী। এর আগে, তারা ভূমধ্যসাগরের উপকূলে এক গ্রামীণ অঞ্চল মুওয়াসিতে ত্রাণ শিবির লক্ষ্য করে বোমা বর্ষণ করেছিল। গত কয়েক মাসে ওই এলাকায় উদবাস্তু প্যালেস্তিনীয়রা বসবাস করছিল বলে জানা গেছে।
