আজকাল ওয়েবডেস্ক: মক ফায়ার ড্রিলের আয়োজন করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)ইআরপিএল। এই রাষ্টায়্ত্ত তেল সংস্থার মৌড়ীগ্রাম ডেলিভারি স্টেশনের তরফ থেকে ১৭ জানুয়ারী ২০২৫ শুক্রবার হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত আমলে গ্রামে অফসাইট মক ফায়ার ড্রিল লেভেল-৩ এর আয়োজন করা হয়। 

হলদিয়া থেকে ভূগর্ভস্থ ক্রস কান্ট্রি পাইপ লাইনের মাধ্যমে পেট্রোলিয়ামজাত পণ্য ও এলপিজি গ্যাস পরিবহন করে। যা বাংলা, ঝাড়খণ্ড ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলে পেট্রোলিয়াম ও গ্যাসজাত পণ্যের চাহিদা পূরণ করে থাকে। দীর্ঘ এই পাইপলাইনে অনেক সময় ছিদ্র করে দুষ্কৃতীরা তেল চুরি করে। সেই সময় কোনও কারণে পাইপলাইনে আগুন লাগলে কিভাবে সেই আগুন নেভানো যায় তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন সংস্থার আধিকারিকগণ। আগুন লাগলে মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়েন এবং এই পরিস্থিতিতে কী কী করণীয়, এই কর্মসূচিতে তা-ই দেখানো হয়। 

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইআরপিএল মৌড়ীগ্রাম শাখার আধিকারিকগণ ও হুগলি জেলা প্রশাসনের আধিকারিকেরা।