আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথম একাদশে বড় চমক। চেন্নাই টেস্টে তিন পেসার নিয়ে নামল ভারত। বুমরা, সিরাজের সঙ্গে প্রথম একাদশে জায়গা করে নিলেন বাংলার আকাশ দীপ। প্রথম একাদশে দুই স্পিনারের মধ্যে আছেন অশ্বিন ও জাদেজা। জায়গা হয়নি কুলদীপ যাদবের। বাংলাদেশও তিন পেসার নিয়েই নামছে। তবে চেন্নাইয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পিচের চরিত্র নিয়ে কিছুটা সন্দিহান দু’‌দলই। তবে চেন্নাইয়ের পিচে রয়েছে সবুজের আভা। যা সচরাচর দেখা যায় না। পেসাররা সাহায্য পাবে বলে আশা করা যায়। 


প্রসঙ্গত, চিপকের উইকেট বরাবরই স্পিনারদের সাহায্য করে। একদিন আগেই স্বয়ং গম্ভীর ইঙ্গিত দিয়েছিলেন যে ভারত তিন স্পিনারে খেলবে। কিন্তু ম্যাচের দিন সকালে দেখা গেল দলে রয়েছে তিন পেসার। দলে আর কোনও চমক নেই। বাকি দল প্রত্যাশিত। শুধু যা বদল ওই একটা জায়গাতেই। তিনের বদলে দুই স্পিনারে খেলা। 


টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অর্থাৎ আর কিছুক্ষণ পরেই ব্যাট করতে নামবে ভারত। ওপেনিংয়ে রোহিতের সঙ্গে যশস্বী। তিন থেকে ছয়ে যথাক্রমে গিল, বিরাট, রাহুল ও পন্থ। দুই স্পিনার অলরাউন্ডার রয়েছেন জাদেজা ও অশ্বিন। এদিকে, ৬৩২ দিন পর ভারতের টেস্ট দলে ফিরলেন পন্থ।