আজকাল ওয়েবডেস্ক: দেড় লক্ষ কোটি টাকা অনেক টাকা। আর হ্যাঁ, এই পরিমাণ অর্থই এখন ভারতীয়রা ব্যয় করছেন। গত ১৫ বছরে হঠাৎ করেই এই ব্যয় ১০০০ গুণ বেড়ে গিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ২০০৯-১০ সালে, ভারতীয়রা বিদেশে শিক্ষা এবং পড়াশোনার জন্য সবচেয়ে বেশি ব্যয় করতেন। তবে, এখন ভারতীয়রা ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে। ২০২৫-২৫ সালে, তারা ইক্যুইটি থেকে শুরু করে রিয়েল এস্টেট পর্যন্ত সবকিছুতেই অর্থ ব্যয় করছে। তবে ভারতীয়রা ভ্রমণে সবচেয়ে বেশি ব্যয় করছে। এর অর্থ হল ভারতীয়রা এখন পড়াশোনার চেয়ে বিদেশ ভ্রমণে যেতে পছন্দ করছে বেশি।
ভারতীয়রা কোথায় যাচ্ছে?
ভারতীয়রা তুরস্ক, ফ্রান্স, মরিশাস, আমেরিকা, ব্রাজিল, চীন সহ বিশ্বের অনেক দেশে ভ্রমণ করতে গিয়েছেন। ২০০৯ সালে ১.১ কোটি ভারতীয় বিদেশ ভ্রমণ করেছিলেন। কোভিড-১৯ অতিমারির আগে এই সংখ্যা বেড়ে ২.৬ কোটিতে পৌঁছেছিল। করোনা অতিমারির পরে এই সংখ্যা দ্রুত হ্রাস পায়। কিন্তু, করোনার পরে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ২০২২ সালে বিদেশ ভ্রমণকারী ভারতীয়দের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যায়।
আরও পড়ুন: স্তনদুগ্ধ দিয়ে তৈরি আইসক্রিম খাওয়ার জন্য পাগল গ্রাহকরা, হু হু করে বিক্রি হচ্ছে এই দোকানে
ভ্রমণে ভারতীয়রা কত খরচ করছে?
প্রতিবেদন অনুসারে, ২০০৯-১০ সালে ভারতীয়রা ভ্রমণে ১৭ মিলিয়ন ডলার ব্যয় করেছে। ২০২৪-২৫ সালের মধ্যে, এই ব্যয় ১৭ বিলিয়ন ডলার বা প্রায় ১৫ লক্ষ কোটি টাকায় (১৪,৮৯,২৪,৩৭,১৮,৯০০ টাকা) গিয়ে দাঁড়াবে। গড় বার্ষিক বৃদ্ধির হার ৫৮.২ শতাংশ। এই বৃদ্ধি প্রায় ১,০০০ (৯৭৫) গুণ।

বিদেশে পড়াশোনার খরচ কত ছিল?
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয়রা উন্নত জীবনযাপনের জন্য বিদেশের দিকে ঝুঁকছেন। ভারতীয়রা উচ্চশিক্ষা এবং উন্নত চাকরির জন্য বিদেশে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে, ভাল শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয়রা এতে প্রচুর ব্যয় করছেন। তারা ২০২৪-২৫ সালে বিদেশে পড়াশোনার জন্য ৯.৬ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করেছেন। বার্ষিক বৃদ্ধির হার ২১ শতাংশ। ২০০৯-১০ সালে এই ব্যয় ছিল ৫৪৯ মিলিয়ন ডলার। এই খরচ গত ১৫ বছরে ১৭ গুণ বেড়েছে।
প্রতিবেদন আরও বলা হয়েছে, ২০২৪-২৫ সালের মধ্যে বিদেশে ভারতীয়দের ব্যয় ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর মধ্যে চিকিৎসা ব্যয় এবং আমানত অন্তর্ভুক্ত। ২০০৯-১০ সালে এই ব্যয় ছিল ৯৮৩ মিলিয়ন ডলার। অর্থাৎ, এই ১৫ বছরে মোট বার্ষিক বৃদ্ধি ২৫.৫ শতাংশে পৌঁছেছে। বৃদ্ধির হার গত ১৫ বছরে ৩০ গুণ।
ভারতীয় পর্যটকদের আকর্ষণ করার জন্য নানা দেশ মাঝে মধ্যেই নানা রকম অফার দিয়ে থাকে। সম্প্রতি জাপান এয়ারলাইন্স (JAL) চালু করেছে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এখন থেকে ভারতে বসেই জেএএলের মাধ্যমে জাপানে আন্তর্জাতিক রাউন্ড-ট্রিপ বুক করতে পারবেন ভারতীয়রা। তাঁরা পাবেন ঘরোয়া বিমান যাত্রার সুযোগ একেবারে বিনামূল্যে। জাপানের পর্যটন শিল্পে নতুন গতি আনতে এই পদক্ষেপ কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে জেএএল কর্তৃপক্ষ। যারা জাপানে ঘুরতে যেতে চান এবং টোকিও-ওসাকা-হোক্কাইডো ছাড়িয়ে অন্যান্য অঞ্চলের স্বাদ পেতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক সোনার সুযোগ।
