আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে ছেড়ে দিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে আর দেখা যাবে না হেডকে। ছেড়ে দেওয়ার কারণ, অ্যাশেজের শুরুতে তিনি শেফিল্ড শিল্ডে লাল বলে অনুশীলন করতে পারেন। তাই টি-টোয়েন্টি সিরিজের বাকি দু'টি ম্যাচ খেলা হবে না অজি তারকার।
বাঁ হাতি এই বিপজ্জনক ব্যাটসম্যান মেলবোর্নে অজিদের হয়ে ২৮ রান করেছিলেন। রবিবার হোবার্টে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৬ রান করেন হেড। আগামী সপ্তাহে তাসমানিয়ার বিরুদ্ধে শেফিল্ড শিল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবেন হেড।
অ্যাশেজের প্রথম টেস্ট শুরু ২১ নভেম্বর। মেলবোর্নের বদলা এল হোবার্টে। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। তবে একপেশে নয়, ওয়াশিংটন সুন্দরের ব্রিলিয়ান্স এবং বাকি টিমগেমে ভর করে ম্যাচ পকেটে পুরল ভারত।
রান তাড়া করতে নেমে ওয়াশিংটনের 'সুন্দর' ইনিংসে ভর করেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। বাকি ব্যাটাররা ছোট ছোট ইনিংসে সাহায্য করলেও শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ ফিনিশ করলেন ওয়াশিংটনই।
তাঁকে যোগ্য সঙ্গ দেন জিতেশ শর্মা। দ্বিতীয় ম্যাচে শোচনীয় হারের পর অর্শদীপ সিংকে খেলানোর দাবি তুলেছিলেন ভক্তরা। টি-টোয়েন্টির এক নম্বর বোলার ফিরলেন, ভারতও জিতল।
এদিকে ভারতের বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছেড়ে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট। রবিবার জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে এখনও ২টি ম্যাচ বাকি ভারতের। চলতি সিরিজের ফলাফল ১-১।
