যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত অ্যাকশন এন্টারটেইনার ‘আলফা’-র জন্য এবার দর্শকদের অপেক্ষা একটু দীর্ঘ হতে চলেছে। আলিয়া ভাট ও শার্বরী অভিনীত এই মেগা অ্যাকশন ছবিটি যে দর্শকদের জন্য এক অন্যরকম থ্রিলার অভিজ্ঞতা হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে বলিউডে। কিন্তু ছবিটি নির্ধারিত দিনে আর মুক্তি পাচ্ছে না! বড় ঘোষণা করল প্রযোজনা সংস্থা।

প্রথমে ২০২৫ সালের বড়দিনে মুক্তির কথা থাকলেও, ‘আলফা’ আসছে আরও চার মাস পর অর্থাৎ২০২৬ সালের ১৭ এপ্রিল। কারণ? বিশাল বাজেটের এই অ্যাকশন ফিল্মের ভিএফএক্স বা ভিজ্যুয়াল এফেক্টসের কাজ শেষ করতে আরও সময় লাগছে।

প্রযোজনা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, “‘আলফা’ আমাদের কাছে অত্যন্ত বিশেষ একটি প্রকল্প। আমরা চাই ছবিটি দর্শকের সামনে তার সর্বাধিক সিনেম্যাটিক রূপে উপস্থাপিত হোক। ভিএফএক্সের কাজ আগের পরিকল্পনার চেয়ে কিছুটা বেশি সময় নিচ্ছে। আমরা কোনও খামতি রাখতে চাই না। তাই ছবিটি ২০২৬ সালের এপ্রিলে মুক্তি পাবে।”

সংস্থার এক শীর্ষস্থানীয় সূত্রও জানিয়েছে, “আলফা টিম দর্শকদের জন্য সেরা ভিজুয়াল অভিজ্ঞতা দিতে চায়। ভিএফএক্স টিমের উপর চাপ খুবই বেড়ে গিয়েছিল, কারণ আগের ডেডলাইন প্রায় অসম্ভব ছিল। তাই এই সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিসঙ্গত। এর সঙ্গে অন্য কোনও ছবির মুখোমুখি হওয়ার সম্পর্ক নেই।” বলিপাড়ায় অবশ্য এও ফিসফাস শোনা যাচ্ছে, হৃতিক রোশনের ‘ওয়ার ২’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়াতে স্পাই-ইউনিভার্সের আগামী সবক'টি ছবি নিয়ে আর কোনও ঝুঁকি এইমুহূর্তে নিতে চাইছে না যশ রাজ ফিল্মস। তাই ‘আলফা’-র নতুন মুক্তির তারিখ ঠিক করার নেপথ্যে থাকতেই পারে এই কারণ।

আলিয়া ভাট ও শর্বরী এই ছবিতে অভিনয় করছেন দুই দুর্ধর্ষ গুপ্তচরের ভূমিকায়, যারা মুখোমুখি হবে বলিউডের ‘বিস্ট’ ববি দেওলের সঙ্গে। ছবিতে রয়েছেন অনিল কাপুরও। অ্যাকশন, গুপ্তচরবৃত্তি আর নারীশক্তির এই বিস্ফোরক ককটেলই ‘আলফা’-কে বলিউডের সবচেয়ে সাহসী স্পাই ছবিগুলির তালিকায় যোগ করেছে।

ছবির বিশেষত্বর এখানেই শেষ নয়। এটি ভারতের প্রথম নারী-নেতৃত্বাধীন অ্যাকশন স্পাই-ফিল্ম, যেখানে দুই নায়িকা মিলে বড়পর্দায় আনতে চলেছেন এক নতুন মাত্রা। দর্শকরা এর এক ঝলক আগেই পেয়েছেন ‘ওয়ার ২’-এর পোস্ট-ক্রেডিট দৃশ্যে, যেখানে ‘আলফা’-র টিজার দেখানো হয়েছিল।

সবমিলিয়ে বলিউডের নারী-অ্যাকশন ঘরানার এক মাইলফলক হতে চলেছে ‘আলফা’। এখন শুধু অপেক্ষা ২০২৬ সালের এপ্রিলের, যখন বড়পর্দায় গর্জে উঠবে আলিয়া-শর্বরীর ‘আলফা’।

প্রসঙ্গত, ‘আলফা’ ছবিতে কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন শর্বরী। অল্প কথা জানালেন, এই ছবিতে আলিয়া ভাটের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তাঁর কাছে প্রায় স্বপ্নপূরণের সামিল। তার উপর নারীকেন্দ্রিক ছবি। স্বভাবতই দারুণ খুশি শর্বরী। ছবিতে যে কঠিন সব স্টান্টও করতে হবে তাঁকে, সেই বিষয়েও বললেন কথা। 'বান্টি অউর বাবলি ২' ছবির এই অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর দৃঢ় বিশ্বাস যুব প্রজন্মকে উদ্বুদ্ধ করবে ‘আলফা’।শর্বরীকে প্রশ্ন ছিল যেহেতু এই ছবি ‘স্পাই ইউনিভার্স’-এর, তা হলে কি ‘পাঠান’ হিসাবে তাঁদের পাশে দেখা যাবে শাহরুখ খানকে? ঠারেঠোরে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘স্পাই ইউনিভার্স’-এর ছবি যখন, এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবির সঙ্গে যোগসূত্র থাকতে হবে বাকি সব ছবির। তাই ‘আলফা’তে শাহরুখ খানকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে।