আজকাল ওয়েবডেস্ক:‌ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে জেন্ডার অ্যাডভোকেট পুরস্কারে ভূষিত করতে চলেছে রাষ্ট্রপুঞ্জ। মেজর রাধিকা সেন এপ্রিল পর্যন্ত কঙ্গোতে রাষ্ট্রপুঞ্জ মিশনের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার রাধিকা সেনকে সম্মানিত করার বিষয়টি ঘোষণা করেন। বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জ শান্তিরক্ষী দিবসে রাধিকা সেনকে সম্মানিত করবে জেন্ডার অ্যাডভোকেট পুরস্কার তাঁর হাতে তুলে দিয়ে। প্রসঙ্গত, মেজর রাধিকা সেন হলেন দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষী যিনি এই পুরস্কার পাচ্ছেন। মেজর সুমন গাওয়ানির পর দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষী হিসেবে এই সম্মানজনক পুরস্কার পেতে চলেছেন রাধিকা সেন। এর আগে দক্ষিণ সুদানে রাষ্ট্রপুঞ্জ মিশনে (ইউএনএমআইএস) দায়িত্ব পালন করেছিলেন মেজর সুমন গাওয়ানি। ২০১৯ সালে রাষ্ট্রপুঞ্জের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। এটা ঘটনা, মহিলা ও বালিকাদের যৌন নির্যাতনের বিভিন্ন ঘটনা থেকে রক্ষা করে তাঁদের নিরাপত্তা দানের জন্য স্বীকৃতী স্বরূপ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এই পুরস্কার দিয়ে থাকে।
 হিমাচলপ্রদেশের বাসিন্দা মেজর রাধিকা সেন একজন বায়োটেক ইঞ্জিনিয়ার। আইআইটি বম্বে থেকে এম টেক করার পর তিনি সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেন। রাধিকা সেনকে ২০২৩ সালের মার্চ মাসে ইন্ডিয়ান র‌্যাপিড ডিপ্লয়মেন্ট ব্যাটেলিয়নের এনগেজমেন্ট প্লাটুন কমান্ডার হিসাবে মোতায়েন করা হয়েছিল। ২০২৪ সালের এপ্রিলে তাঁর মেয়াদ শেষ হয়।