আজকাল ওয়েবডেস্ক:‌ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (‌আইসিসি)‌ আয়োজিত চতুর্থ এডটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হল দিল্লিতে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষায় প্রযুক্তির কার্যকারিতা নিয়ে আলোচনা। থিম ছিল ‘‌এমপাওয়ারিং এডুকেশন অ্যান্ড এন্টারপ্রাইজ–ভিশন ২০৩০’‌।



 সূচনায় স্বাগত ভাষণ দেন আইসিসির উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক জাতীয় বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরী। তিনি শিক্ষা ও শিল্পে প্রযুক্তির কার্যকারিতার কথা তুলে ধরেন। বিভিন্ন পেশায় আজ প্রযুক্তি বিপ্লবের কী ভূমিকা, সেকথা উঠে আসে তাঁর বক্তব্যে। 


সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক অনুপম বসু, এআইসিটিই–র চেয়ারম্যান অধ্যাপক টি জি সীতারাম। এছাড়া বক্তব্য রাখেন পঙ্কজ মিত্তল, অধ্যাপক ভি রামগোপাল রাও, এস এন ইউর ডিরেক্টর (ইন্ডাস্ট্রি রিলেশনস) ইনা বসু।