আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই পার্থ টেস্ট। শুক্রবার সকাল থেকেই অপ্টাস স্টেডিয়ামে শুরু হয়ে যাবে খেলা। রোহিত শর্মা ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে নেই। শুভমান গিলও চোটের জন্য সম্ভবত প্রথম টেস্ট খেলতে পারবেন না। তবে বোলিং কোচ মরনি মরকেল জানিয়েছেন, দ্রুত সুস্থ হচ্ছেন গিল। শুক্রবার সকালে গিলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই পরিস্থিতিতে ভারতের প্রথম একাদশ নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে আসতে পারেন লোকেশ রাহুল। ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে এরকম: যশস্বী, রাহুল, দেবদত্ত পাডিক্কাল, বিরাট, ঋষভ, ধ্রুব জুড়েল, নীতীশ কুমার রেড্ডি, অশ্বিন/জাদেজা, হর্ষিত রানা, বুমরা, সিরাজ।
নিউজিল্যান্ড সিরিজে ভাল বল করলেও পার্থ টেস্টে বাংলার পেসার আকাশ দীপ খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বরং হর্ষিত রানার অভিষেক হতে পারে। আবার অভিষেক হতে পারে নীতীশ রেড্ডির। এই ক্রিকেটারকে নিয়ে নাকি মুগ্ধ মরকেল ও গম্ভীর।
আর পার্থের যা উইকেট তাতে সম্ভবত তিন পেসার ও এক স্পিনারে যাবে ভারত। সেক্ষেত্রে একমাত্র স্পিনার জাদেজা ও অশ্বিনের মধ্যে এক জন। তবে এরকম হলে পাল্লা ভারী জাদেজার। আবার গতি ও বাউন্সের কথা ভেবে চার পেসারেও যেতে পারে টিম ইন্ডিয়া। সবটাই নির্ভর করছে ম্যাচের দিন উইকেট কেমন থাকে তার উপর।
