আজকাল ওয়েবডেস্ক:‌ ২৬/‌১১ হামলার মূলচক্রী হাফিজ সইদকে ভারতে ফেরানো হোক। পাকিস্তান সরকারকে অনুরোধ করল দিল্লি। সূত্রের খবর লস্কর প্রতিষ্ঠাতাকে ভারতে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বিদেশমন্ত্রক। এই জঙ্গিনেতার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করতে চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, সরকারিভাবে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে পাক সরকারকে। চিঠিতে বলা হয়েছে, হাফিজ সইদকে ভারতে পাঠানো হোক। দ্রুত শুরু হোক প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া। তাহলে ২৬/১১ হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যেতে পারে। প্রসঙ্গত, এর আগে একাধিকবার হাফিজ সইদের প্রত্যর্পণ চেয়েছে ভারত। কিন্তু দুই দেশের প্রত্যর্পণ চুক্তি না থাকায় বারবার ধাক্কা খেয়েছে সেই প্রক্রিয়া। 
প্রসঙ্গত, হাফিজ সইদের নাম রয়েছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীদের তালিকায়। আমেরিকারও তাকে জঙ্গি নেতার তকমা দিয়ে, জীবিত বা মৃত অবস্থায় ধরিয়ে দেওয়ার জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। গোটা দেশে সমস্ত প্রদেশে প্রার্থী দিচ্ছে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। এই দলের প্রতিষ্ঠাতা হাফিজ। লাহোরে প্রার্থী হচ্ছেন হাফিজের ছেলে তালহা সইদ। তাকেও ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে ভারত।