আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ গাজার প্যালেস্তিনীয় শহর রাফায় সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লিতে বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, রাফার উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেওয়া নাগরিকদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, ভারত বরাবরই সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান জানানোর পক্ষে সওয়াল করে এসেছে। ইজরায়েল ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করে তদন্তের নির্দেশ দিয়েছে বলে তিনি জানান।
