‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–বাংলাদেশ সীমান্তে পাচার সহ নাশকতা রুখতে বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 
রবিবার বাহিনীর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সীমান্ত এলাকায় জওয়ানরা ভারত–বাংলাদেশ সীমান্তে মৌমাছি পালন এবং মিশন মধু পরীক্ষার একটি প্রকল্প শুরু করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত ‘‌ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’‌–এর আওতায় সীমান্তবর্তী গ্রামগুলিতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হল। 
এই প্রকল্পের আওতায় সীমান্তের বেড়ার কাছে পরিকল্পনামাফিক মৌমাছির বাক্স বসানো হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে মৌমাছির বাক্সগুলো মাটির সামান্য উপরে রেখে, তার কাছাকাছি মৌমাছি–বান্ধব ফল ও ফুলের গাছ লাগানো হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে সীমান্তের বেড়া টপকে অনুপ্রবেশকারী এবং চোরাচালানকারীদের প্রতিরোধ করাও সম্ভব হবে বলে দাবি বিএসএফের।