আজকাল ওয়েবডেস্ক: শর্ত ছিল মোবাইল ঘাঁটা যাবে না। সেই নির্দেশ পালন করে ১ লক্ষ টাকা পুরষ্কার জিতে নিলেন এক তরুণী। টানা ৮ ঘণ্টা মোবাইলে হাত না লাগিয়ে এই পুরষ্কার জিতে নিলেন মিস ডং।
গত ২৯ নভেম্বর চিনের চংকিং মিউনিসিপ্যালিটির একটি মার্কেটে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ১০০ জন আবেদনকারীর মধ্যে মাত্র ১০ জনকে চিহ্নিত করে শুরু হয় প্রতিযোগিতা। শর্ত ছিল, প্রত্যেক প্রতিযোগিকে ৮ ঘণ্টা একটি নির্দিষ্ট বিছানায় স্রেফ শুয়ে সময় কাটাতে হবে। হাত দেওয়া যাবে না মোবাইল, ল্যাপটপ বা প্যাডের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্রে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতিযোগিতার নিয়ম বেশ শক্ত ছিল। প্রত্যেক প্রতিযোগিকে তাঁদের মোবাইল বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র প্রথমেই আয়োজকদের কাছে জমা রাখতে হয়েছিল। জরুরি কারণে ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল আয়োজকদের তরফ থেকে। সেটিও পুরনো দিনে কি-প্যাড ফোন। মাত্র পাঁচ মিনিটের জন্য শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল প্রতিযোগীদের। মাত্র পাঁচ মিনিটের জন্য শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল প্রতিযোগীদের।
ঘুমের ক্ষেত্রেও কড়াকড়ি ছিল। গভীর ঘুম বা কোনও রকম উদ্বেগ প্রকাশ করতে পারবেন না প্রতিযোগীরা, এমনটাই নিয়ম ছিল এই প্রতিযোগিতায়। বেশির ভাগ প্রতিযোগী বই পড়ে বা চোখ বন্ধ করে বিশ্রাম নিয়ে তাঁদের সময় কাটিয়েছেন। এঁদের মধ্যে মিস ডং-এর ঘুমের গভীরতা সবচেয়ে কম ছিল এবং তাঁর উদ্বেগের পরিমাণও অন্যদের তুলনায় অনেকটাই কম ছিল। এর ফলে ১০০ মধ্যে ৮৮.৯৯ নম্বর অর্জন করেন। এর পরেই তাঁকে বিজয়ী ঘোষণা করে ১০ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা) পুরষ্কার তুলে দেওয়া হয় মিস ডংয়ের হাতে।
