আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরে ধ্বংস হয়ে যাওয়া জঙ্গি নেটওয়ার্ক আবার গড়ে তোলার চেষ্টা করছে পাকিস্তান। শুক্রবার ভুজের বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে এই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)-এর চিন্তাভাবনা করা উচিৎ পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে।

এদিন ভুজের বায়ুসেনা ঘাঁটিতে উপস্থিত হয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য বায়ুসেনার যোদ্ধাদের প্রশংসা করেন রাজনাথ। সেখানেই তিনি জোর দিয়ে বলেন যে আইএমএফ-এর ঋণের একটি বড় অংশ 'অবশ্যই' জঙ্গি পরিকাঠামো গঠনে ব্যবহৃত হবে। এই ভুজ বায়ুসেনা ঘাঁটিটিকেই লক্ষ্য করে আঘাত হেনেছিল পাকিস্তান। যা সাফল্যের সঙ্গে প্রতিহত করে ভারত।

গত ৯ মে ভারতের বিরোধীতা সত্ত্বেও পাকিস্তানকে এক বিলিয়ন ডলার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে আইএমএফ। সেই বিষয়ে রাজনাথ বলেন, "পাকিস্তান সরকার মুরিদকে এবং বাহাওয়ালপুরে অবস্থিত লস্কর-ই-তইবা (এলইটি) এবং জইশ-ই-মহম্মদের (জেইএম) জঙ্গি পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছে। আইএমএফ থেকে আসা এক বিলিয়ন ডলারের একটি উল্লেখযোগ্য অংশ অবশ্যই এই জন্য ব্যবহার করা হবে। এটি কি আইএমএফের পরোক্ষ অর্থ সাহায্য হিসাবে বিবেচিত হবে না?" 

তিনি আরও বলেন, "পাক সরকার সাধারণ করদাতাদের ১৪ কোটি টাকা খরচ করতে চলেছে তাও সেটা মাসুদ আজহারের পরিবারকে দেওয়ার জন্য। যে কি না রাষ্ট্রপুঞ্জের তালিকায় জঙ্গি।"

পাকিস্তানের মন্ত্রী রানা তনভীর হুসেনের মুরুদকে সফরের পরেই বলেন এই ঘাঁটিগুলি পুনর্নির্মান করবে সে দেশের সরকার। তারপরেই এই দাবি করলেন রাজনাথ।