আজকাল ওয়েবডেস্ক:‌ আইআইটি দিল্লির পড়ুয়ার রহস্যমৃত্যু। বৃহস্পতিবার রাতে হস্টেলের ঘর থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। 
জানা গেছে, নাসিকের বাসিন্দা সঞ্জয় নেরকার (‌২৪)‌ দিল্লি আইআইটিতে একটেক করছিলেন। দ্রোণাচার্য হস্টেলের ৭৫৭ নম্বর ঘরে থাকতেন। বৃহস্পতিবার সন্ধে থেকে তাঁর পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেছিলেন। কিন্তু সঞ্জয় ফোন ধরেননি। এরপরই পরিবারের সদস্যরা হস্টেলে থাকা সঞ্জয়ের বন্ধুদের বিষয়টি জানান। বাকি বন্ধুরা হস্টেলে সঞ্জয়ের ঘরের সামনে গিয়ে দেখেন, সেটি ভিতর থেকে বন্ধ রয়েছে। ডাকাডাকিতেও তিনি সাড়া দেননি। এরপরই বাকি পড়ুয়ারা হস্টেলের নিরাপত্তারক্ষীকে ডাকেন। নিরাপত্তারক্ষী দরজা ভাঙতেই দেখা যায়, সিলিং থেকে ঝুলছে সঞ্জয়ের দেহ। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এদিকে, পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।