আজকাল ওয়েবডেস্ক:‌ কোটায় ফের পড়ুয়ার আত্মহত্যা। জয়েন্টের পরীক্ষা দিয়েছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা শুভ চৌধুরি। সোমবার বেরিয়েছে রেজাল্ট। কিন্তু শুভর রেজাল্ট আশানুরূপ হয়নি। তাই হতাশায়া সে আত্মঘাতী হয়েছে বলে পুলিশের অনুমান। 
প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে চার পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল রাজস্থানের কোটায়। ঝাড়খণ্ডের বাসিন্দা শুভ গত দু’‌বছর ধরে কোটায় হস্টেলে থেকে পড়াশোনা করছিলেন। আইআইটি কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কলেজে ভর্তির জন্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষাও দিয়েছিলেন। সোমবার জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হয়। কিন্তু ফল আশানুরূপ হয়নি। এরপর পড়ুয়াটি হস্টেলে ফিরে যান। মঙ্গলবার সকালে ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। পড়ুয়ার পরিবারকে খবর পাঠিয়েছে পুলিশ। পরিবারের সদস্যরা এলেই দেহের ময়নাতদন্ত করা হবে। এদিকে, গত রবিবার থেকে এক পড়ুয়া নিখোঁজ রয়েছেন কোটায়। তার খোঁজে চারিদিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।