আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে সেনার গাড়িতে বিস্ফোরণ। মৃত পাঁচ সেনা। স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর–পশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এই হামলার ঘটনা ঘটে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পাকিস্তানি তালিবান এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় বিভিন্ন শাখা ওই অঞ্চলে সক্রিয় রয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ সেনা মারা যান। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেনি। চলতি মাসের শুরুতেও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় একই ধরনের হামলা হয়েছিল। ওই হামলায় সাত সেনা মারা যান।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ সেনা মারা যান। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেনি। চলতি মাসের শুরুতেও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় একই ধরনের হামলা হয়েছিল। ওই হামলায় সাত সেনা মারা যান।
