আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড়সড় ঘোষণা করতে চলেছে আইসিসি। আগামী শুক্রবার অর্থাৎ ২৯ নভেম্বর সূচি ঘোষিত হতে পারে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির। যদিও বিসিসিআই ও পিসিবির সমস্যা এখনও মেটেনি। ভারত খেলতে যাবে না পাকিস্তানে। পরিবর্তে হাইব্রিড মডেলের দাবি জানিয়েছে। কিন্তু তা মানতে রাজি নয় পিসিবি। সূত্রের খবর, শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই সূচি ঘোষণা হবে। তাহলেই যাবতীয় জল্পনার অবসান হবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, মঙ্গলবারই জরুরি বোর্ড মিটিংয়ে বসেছিল আইসিসি। সূচি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এই টালবাহানা না চললে এতদিনে সূচি প্রকাশ হয়ে যেত।
সূত্রের খবর, পাক ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেল মেনে না নিলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় হতে পারে টুর্নামেনট। আবার সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিতে পারে। আয়োজক স্বত্ব হারালে এটাই সম্ভবত করবে পাকিস্তান। এদিনের বৈঠকে পাকিস্তানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিষয়টি আলোচনা হয়েছে।
তবে অনেক কিছুই এখনও আলোচনা বাকি। শুক্রবারের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে সবাই।
