আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। কিন্তু বিসিসিআই সেখানে দল পাঠাতে রাজি নয়। টিম ইন্ডিয়া চাইছে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরশাহীতে খেলতে। যদিও নিরাপত্তার কথা ভেবে পাক ক্রিকেট বোর্ড ঠিক করেছে ভারতের সব ম্যাচই হবে লাহোরে। যাতে অন্য শহরে যেতে না হয়। একই হোটেলে থাকবেন রোহিতরা। কিন্তু বিসিসিআই এ ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু জানায়নি। তাই বিষয়টি এখনও ঘেঁটে আছে। এই পরিস্থিতিতে আইসিসি প্ল্যান ‘‌বি’‌ মজুত রেখেছে। ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, সেক্ষেত্রে কী করণীয়।



আইসিসি বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি। তবে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাজেট নিয়ে আলোচনা চলছে। পাকিস্তানে পুরো টুর্নামেন্ট হলে খরচ কত হতে পারে। আর কিছু ম্যাচ পাকিস্তানের বাইরে হলে সেক্ষেত্রেই বা খরচ কী হবে। ইতিমধ্যেই পাকিস্তানের যে মাঠগুলিতে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা হবে, সেই মাঠগুলির খোলনলচে বদলে ফেলা হচ্ছে। তার জন্যও একটা বাজেট বরাদ্দ করা হয়েছে। 
ইতিমধ্যেই আইসিসির কাছে খসড়া ক্রীড়াসূচি জানিয়েছে পিসিবি। সেখানে ভারত–পাক ম্যাচ রয়েছে ১ মার্চ। কিন্তু ভারত গেলে তো?‌ এর আগে গত এশিয়া কাপের সব ম্যাচ ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। ভারত–পাক ম্যাচও হয়েছিল সেখানে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও এটাই হতে চলেছে সম্ভবত।