আজকাল ওয়েবডেস্ক: একটি লাড্ডুর ওজন ১,২৬৫ কেজি। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেই উপলক্ষ্যেই এই লাড্ডু তৈরি করেছেন হায়দরাবাদে ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত নাগাভূষণ রেড্ডি। হায়দরবাদ থেকে সড়ক পথে এই লাড্ডু নিয়ে যাওয়া হবে অযোধ্যায়। যাত্রা শুরু হবে বুধবার ১৭ জানুয়ারি।
বাতানুকুল কাঁচের বক্সে নিয়ে যাওয়া হবে লাড্ডুটি। ৩০ জন কর্মী ২৪ ঘণ্টার পরিশ্রমে এই লাড্ডু তৈরি করেছেন। জানা গেছে ২০০০ সাল থেকে ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত নাগাভূষণ রেড্ডি। তাঁর সংস্থার নাম শ্রী রাম। রেড্ডি বলেছেন, ‘ভূমিপুজোর পরেই ঠিক করেছিলাম শ্রী রামকে কিছু একটা উৎসর্গ করব। তারপরই এই চিন্তা মাথায় আসে।’ মন্দির কর্তৃপক্ষের হাতে এই লাড্ডু তুলে দেবেন তিনি। জানা গিয়েছে, বিশেষ যত্ন সহকারে লাড্ডুটি তৈরি করা হয়েছে। যাতে সড়ক পথে কোনওভাবেই সেটি ভেঙে না যায়। লাড্ডুর গায়ে লেখা হয়েছে, ‘জয় শ্রীরাম’।
বাতানুকুল কাঁচের বক্সে নিয়ে যাওয়া হবে লাড্ডুটি। ৩০ জন কর্মী ২৪ ঘণ্টার পরিশ্রমে এই লাড্ডু তৈরি করেছেন। জানা গেছে ২০০০ সাল থেকে ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত নাগাভূষণ রেড্ডি। তাঁর সংস্থার নাম শ্রী রাম। রেড্ডি বলেছেন, ‘ভূমিপুজোর পরেই ঠিক করেছিলাম শ্রী রামকে কিছু একটা উৎসর্গ করব। তারপরই এই চিন্তা মাথায় আসে।’ মন্দির কর্তৃপক্ষের হাতে এই লাড্ডু তুলে দেবেন তিনি। জানা গিয়েছে, বিশেষ যত্ন সহকারে লাড্ডুটি তৈরি করা হয়েছে। যাতে সড়ক পথে কোনওভাবেই সেটি ভেঙে না যায়। লাড্ডুর গায়ে লেখা হয়েছে, ‘জয় শ্রীরাম’।
