আজকাল ওয়েবডেস্ক: স্বামী আত্মঘাতী হয়েছে। শুনেই চরম পদক্ষেপ নিল স্ত্রী। স্বামীর দেখানো পথ বেছে নিল মহিলাও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে।
পুলিশ জানিয়েছে, দম্পতির এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গাজিয়াবাদের লোনি সীমান্ত এলাকায় থাকতেন বিজয় প্রতাপ চৌহান (৩২) ও শিবানী (২৮)। সঙ্গে তাঁদের কন্যা সন্তান। কিন্তু সাংসারিক জীবন সুখের ছিল না। নিত্য অশান্তি লেগেই থাকত। শুক্রবার রাতে জওহর নগর জি ব্লকের বাড়িতে স্বামী–স্ত্রী’র তুমুল অশান্তি হয়। ঝগড়ার পর বাড়ি ছেড়ে শিবানী চলে যায় উত্তর–পূর্ব দিল্লিতে বাপের বাড়িতে। স্ত্রী চলে যাওয়ার পর বিজয় ফোন করে জানিয়েছিল ‘আর কোনওদিন তুমি আমাকে দেখতে পাবে না।’ পুলিশ জানিয়েছে, এই ঘটনার কিছুক্ষণ পর বিজয়ের কাকিমা মীরা বাড়িতে এসে বিজয়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। ঘটনার কথা সঙ্গে সঙ্গে জানানো হয় শিবানীকে। এই কথা শুনেই লোনি এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঝুলে আত্মঘাতী হয় শিবানী। ঘটনাস্থল থেকে শিবানীর বাড়ি মাত্র ৮ কিলোমিটার।
এই ঘটনার পৃথক তদন্ত করছে গাজিয়াবাদ ও দিল্লি পুলিশ। স্বামী ও স্ত্রী’র দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। শিবানীর দেহে আঘাতের কোনও চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ।
