আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মকাল পড়তেই বিদ্যুতের বিল নিয়ে ত্রাহি ত্রাহি রব গৃহস্থালীতে। ফ্যান, এসি, ফ্রিজের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বিলও উঠছে চড়চ়িয়ে। এরই মাঝে প্রতি মাসে যদি বিল বাবদ এক হাজার টাকা বাঁচানো যায়, তাহলে অনেকটা সাশ্রয় হয়।

অনেকেই জানেন না প্রতিদিনের ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রগুলিতে সামান্য কিছু পরিবর্তন আনলেই প্রতি মাসে এই টাকা সাশ্রয় করা যাবে। এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন কীভাবে খুব সহজেই ১০০ ইউনিট বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।

সামান্য একটি ফ্যান বদলে ফেললেই প্রতি মাসে ৩০ শতাংশ বিদ্যুতের সাশ্রয় হতে পারে। সাধারণ গৃহস্থালীতে গরমকালে প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা ফ্যান চলে। একটি ৮০ ওয়াটের ফ্যান প্রতি মাসে ৪৮ ইউনিট বিদ্যুৎ খরচ করে। অপরদিকে, আধুনিক ফ্যান অর্থাৎ বিএলডিসি (ব্রাশলেস ডিসি মোটর) ফ্যানগুলি একই সময় মাত্র ১৯ ইউনিট বিদ্যুৎ খরচ করে। এর ফলে প্রতি মাসে ৮৭ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা যেতে পারে।

যদিও বিএলডিসি ফ্যান ক্রয়ে খরচ বেশি। কিন্তু পরবর্তী ছয় থেকে আট মাসের মধ্যে সেই খরচ উঠে চলে আসবে খুব সহজেই।

এছাড়াও টিউবলাইট থেকে শুরু করে জলের পাম্প, প্রতিটি ক্ষেত্রে সহজেই বিদ্যুতের সাশ্রয় করা যেতে পারে। অনেক বাড়িতে এখনও ৪০ ওয়াটের টিউবলাইট ব্যবহার করা হয়। এর পরিবর্তে ১৮ ওয়াটের এলইডি লাইট ব্যবহার করলে প্রতি মাসে অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। এর ফলে বিলও আসবে কম।

আরেকটি অপরিহার্য কিন্তু প্রায়শই উপেক্ষিত যন্ত্র হল জলের মোটর। ঠিক মতো রক্ষণাবেক্ষণ না হলেই প্রচুর বিদ্যুৎ খরচ হতে পারে। নিয়মিত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করলে প্রতি মাসে ১০ ইউনিট সাশ্রয় করতে পারে।

নোংরা কনডেন্সার কয়েলযুক্ত এয়ার কন্ডিশনারগুলি চলতে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। এর ফলে বিদ্যুৎ খরচ ১৫% পর্যন্ত বৃদ্ধি পায়। প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর কয়েল পরিষ্কার করলে ঠাণ্ডা করার ক্ষমতা বজায় থাকে এবং অপ্রয়োজনীয় শক্তির অপচয় রোধ করা যায়। কম তাপমাত্রার পরিবর্তে থার্মোস্ট্যাট ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে অতিরিক্ত সাশ্রয় হতে পারে। কারণ ২৪ ডিগ্রির নীচে প্রতিটি ডিগ্রি হ্রাসের ফলে খরচ ৩-৫% বৃদ্ধি পায়।

ভোল্টেজ স্টেবিলাইজারও প্রচুর বিদ্যুৎ ব্যবহার করে। যন্ত্রপাতি বন্ধ থাকা সত্ত্বেও এই ডিভাইসগুলি বিদ্যুৎ ব্যবহার করে, যার ফলে মাসিক বিলে অপ্রয়োজনীয়ভাবে ৩০-৪৫ ইউনিট যোগ হতে পারে।

এই ছোট ছোট বিষয়গুলি ছাড়াও যখন কোনও বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করছেন না তখন সুইচ বন্ধ করে রাখুন। এই পদক্ষেপগুলি মেনে চললে প্রতি মাসে খুব সহজেই ১০০ ইউনিট বিদ্যুত বাঁচানো যেতে পারে। এর ফলে মাসে এক হাজার টাকা সাশ্রয় হবে খুব সহজেই।