আজকাল ওয়েবডেস্ক: নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী গ্রাম কিসামায় শুক্রবার শুরু হয়েছে হর্নবিল উৎসব। এই বছর এই উৎসবে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও কলম্বিয়া। অংশীদার রাজ্য হিসেবে রয়েছে অসম। চিরাচরিত বাজনা বাজিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যপাল লা গণেশন ও মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি, ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস, কলম্বিয়ার রাষ্ট্রদূত চক্টর ভিক্টর একেভেরি জারামিল্লো এবং কলকাতায় জার্মানির কনসাল জেনারেল বারবারা ভোস। ১০ দিনের এই উৎসবে নাগাল্যান্ডের সব উপজাতির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে।
