আজকাল ওয়েবডেস্ক: সংসার চালাতে বা দৈনিক প্রয়োজন মেটাতে অদ্ভুত কাজ করছেন লোকজন, এরকম বহু ঘটনা সমাজমাধ্যমের দৌলতে আমরা জানতে পারি। চিনের এক যুবকের এ হেন এক কার্যকলাপ সামনে এসেছে যা অবাক করার পাশাপাশি চোখে জল এনে দেবে আপনার।
চিনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেঙ ঝংকুন নামের এক যুবক সমাজমাধ্যমে উঁচু হিল জুতো পরে ভিডিও তৈরি করে শেয়ার করেন। লাইভ স্ট্রিমিংও করেন। তাঁকে বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে সুপারমডেলদের চলাফেরা করতে। স্থানীয় বাজারে গিয়ে এভাবে চলাফেরা করে লোকজনের সঙ্গে কথা বলতে, তাঁদের সঙ্গে হাসিঠাট্টা করতেও দেখা গিয়েছে ওই যুবককে। এই রকম ভিডিও তৈরি করার ফলে কটাক্ষও কম শুনতে হয়নি ওই যুবককে কিন্তু কোনও কিছুই কানে তুলতে রাজি নন তিনি। কারণ, ওই ভিডিও থেকে উপার্জিত টাকা দিয়েই মায়ের ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন ওই যুবক।
ছোট থেকেই মেয়েদের সঙ্গে খেলাধুলো করতেন চেঙ। স্কুলের বন্ধুরাও তাঁকে নিয়ে হাসিঠাট্টা করত। সিচুয়ান প্রদেশের চেঙ্গডু স্পোর্টস ইউনিভার্সিটি থাকে নৃত্যকলায় স্নাতক চেন। ২০২২ সালে একটি নামী সংস্থায় সেলস বিভাগে সহকারী হিসাবে কাজ শুরু করেন। কিন্তু সেই কাজ ছেড়ে দিয়ে গ্রামে ফিরে আসেন অসুস্থ মায়ের দেখাশোনা করবেন বলে।
চেঙ এর মা জানিয়েছেন, তাঁর ছেলের উঁচু হিল জুতো পরা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। বাবার খোলা মনে মেনে নিয়েছেন সব কিছু। চেঙ জানিয়েছেন, তাঁর গ্রামের বয়স্করা লোকেরা তাঁকে অনেক সাহায্য করেছেন এই বিষয়ে। ২০২২ সাল থেকে এরকম ভিডিও তৈরি করছেন চেঙ। ইনস্টাগ্রামে তাঁর প্রায় আট লক্ষ অনুগামী রয়েছে।
